চাঁদের মাটিতে ঘুমিয়ে আছে ভারতের চন্দ্রযান-৩। ২২ সেপ্টেম্বর সজাগ হওয়ার কথা ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের। এরই মধ্যে এবার চাঁদের মাটিতে কম্পন অনুভূত হয়েছে। শোনা গেছে রহস্যজনক শব্দ। এ ছাড়া দেখা গেছে ফাটলও। তবে এটি চাঁদে স্বাভাবিক ঘটনা বলেই জানিয়েছেন বিজ্ঞানীরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ফিজিওলজিক্যাল রিসার্চ নামক এক জার্নালে ক্যালটেক প্রতিষ্ঠানের একদল গবেষক এসব তথ্য জানিয়েছেন। গবেষক দলের প্রধান ফ্রান্সিসকো সিভিলিনি জানান, চাঁদের মাটিতে তাপমাত্রার পার্থক্যের কারণে এমন হয়ে থাকে।
ফ্রান্সিসকো সিভিলিনি বলেন, ‘তাপমাত্রার ফারাকের কারণেই চন্দ্রপৃষ্ঠে এমন কম্পন অনুভূত হচ্ছে। চাঁদ মোটেই শান্তশিষ্ঠ এলাকা নয়। চাঁদে দিনে থাকে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আবার রাতেই -১৩০ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে চন্দ্রপৃষ্ঠ প্রসারিত ও সংকুচিত হয়। আর এতেই সামান্য ঝাঁকুনি এবং ফাটল দেখা দেয়, কম্পন তৈরি হয়।’