এডিসি হারুনকাণ্ড: রাষ্ট্রপতির এপিএসের দায়ভারও ‘খতিয়ে দেখা হচ্ছে’

এডিসি হারুনকাণ্ড: রাষ্ট্রপতির এপিএসের দায়ভারও ‘খতিয়ে দেখা হচ্ছে’

এডিসি হারুন কাণ্ডে রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের কোনো দায়ভার রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। 

গতকাল শুক্রবার সন্ধ্যায় তেজগাঁও স্টোরেজ ডিপোর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। আইন অমান্যকারী জনপ্রতিনিধি, পুলিশ যেই হোক না কেনো তাঁকে শাস্তি পেতেই হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পরই প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্বলতা নেই জানিয়ে মন্ত্রী বলেন, মামলা না হলেও মন্ত্রণালয়ে তদন্ত কমিটি করা হয়েছে, সব ঘটনারই তদন্ত করা হবে। 

দ্রুত তেজগাঁও থেকে ট্রাক স্টেশন সরিয়ে ফেলা হবে জানিয়ে মন্ত্রী বলেন, আধুনিক ট্রাক স্ট্যান্ড করার জন্য প্রধানমন্ত্রী মেয়রকে নির্দেশনা দিয়েছেন।

গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় তুলে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতন করেন এডিসি হারুন। রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী পুলিশের এডিসি সানজিদা আফরিনের সঙ্গে এডিসি হারুনের ‘সম্পর্ক’ ঘিরে এই ঘটনার সূত্রপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *