জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা-২০২৩ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা-২০২৩ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

দৈনিক সত্যের খোঁজে আমরা

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ১৯/০৯/২০২৩, মঙ্গলবার শাহজাদপুর উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা -২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: কামরুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব লিয়াকত সালমান, শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লিয়াকত আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নুর নবী খান, গালা ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল বাতেন, রুপবাটী ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ প্রমুখ।
উক্ত উন্নয়ন মেলায় প্রথম স্থান অধিকার করে শাহজাদপুর পৌরসভা, দ্বিতীয় স্থান অধিকার করে রুপবাটী ইউপি, তৃতীয় স্থান অধিকার করে জনসাস্থ্য প্রকৌশলী অফিস।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান বলেন, এই সকল মেলাতে স্থানীয় সরকারের নানান সংগঠনের অংশগ্রহণ স্থানীয় জনগণের উন্নয়নে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *