মুন্সিগঞ্জের শ্রীনগর রোদ্রপাড়া রাসেল হত্যার খুনীর ফাঁসির দাবীতে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর

মুন্সিগঞ্জের শ্রীনগর রোদ্রপাড়া রাসেল হত্যার খুনীর ফাঁসির দাবীতে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর

সত্যের খোঁজে আমরা

উপজেলার রুদ্রপাড়া গ্রামে ঢাকা – দোহার মূল সড়কে সকাল ১০ ঘটিকায় স্থানীয় জনগন রাসেল হত্যার খুনী রহমানের ফাঁসি দাবী মানববন্ধন করেন
শান্তিপূর্ন মানববন্ধনে উপস্থিত জনগন আইন শৃঙ্খলা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন হত্যা কান্ডের কয়েক ঘন্টার মধ্যে হত্যাকারী রহমানকে গ্রেফতার করায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন
মানববন্ধনে উপস্থিত জনগন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সম্মিলিতভাবে সকলে হত্যাকারীর ফাঁসি দাবী করেন
মানববন্ধনে নিহত রাসেল খানের বড় মেয়ে সুমাইয়া(৮) রাবেয়া (৫) পিতার হত্যার বিচার দাবী করেন
রাসেলের পিতা আব্দুর রশিদ খান (৮১) ছেলে হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন সকাল ১০ ঘটিকা থেকে ১০,৩০ গ্রামবাসী মানববন্ধনে অবস্থান করেন
মানববন্ধনে যাহাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয় সেই লক্ষে শ্রীনগর থানার বাঘড়া পুলিশ ফাঁড়ীর এ,এস,আই, মাহমুদুল উপস্থিত হয়ে স্থানীয় জনগনকে ন্যায় বিচারের আশ্বাস প্রদান করেন মানববন্ধন দ্রুত সমাপ্ত করিতে তাগিদ দেন।

মানববন্ধন শেষে দুই আড়াইশত নারি পুরুষ শান্তিপূর্ণভাবে যার যার গন্তব্যে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *