সত্যের খোঁজে আমরা
সাত বছর পর মুখ খুলতে বাধ্য হলাম, আমি শত শত কারাবন্দির মৃত্যু দেখেছি বন্দি কারাগরের ভিতরে,, অথচ সকল বন্দীর মৃত্যু দেখাইয়াছেন কারা কর্মকর্তারা বাহির হাসপাতালে চিকিৎসাধীন?
সে যেই হোক না কেন – সে যখন যেকোনো কারণবশত কারাগারে বন্দি থাকে তার থেকে অসহায় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই? আর উক্ত অসহায় কারাবন্দি দিগকে নির্যাতন করে কারা কর্মকর্তারা তাহাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে হাতিয়ে নিচ্ছেন প্রতিবছর সরকারের হাজার কোটি টাকা,,
দীর্ঘদিনের বন্দী জীবন থেকে বাংলাদেশের ২৬ টি কারাগার ঘুরে দেখা গেছে কারাগারের কর্মকর্তা, হাবিলদার, সিআইডি জামাদার, সুবেদার, ডেপুটি জেলার, জেলার, সুপারেনটেন, ডিআইজি, এডিশনাল আইজি, কারা আইজি, কারা সচিব, উক্ত ৬/ ৯ সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত রয়েছে,, আমি বাংলাদেশ সরকারকে হলফ করে বলতে পারি উক্ত কর্মকর্তাদের অর্থ সম্পদের হিসাব দুদক কর্মকর্তারা সঠিকভাবে নিলে হাজার হাজার থলের বিড়াল বাহির হয়ে আসবে?
1/ কারাগার নির্মাণে অনিয়ম!
2/ কারাগরের স্বাস্থ্য সেবায় অনিয়ম!
3/ কারাগারে বন্দীদের খাদ্যে অনিয়ম!
4/ কারাগারে বন্দিদের পরিবারের সাক্ষাতে অনিয়ম!
5/ কারাগারে কারিগরি শিক্ষায়ও নিয়ম!
6/ কারাগারে বন্দি দিব কে গরুর মত বেচাকেনা!
7/ কারাগারে বন্দিদের সম্পদ বোন দিদিগোকে না দিয়ে কারা কর্তৃপক্ষ লুটেপুটে খাওয়া!
8/ অর্থের জন্য পরিকল্পিতভাবে বন্দিদিগকে নির্যাতন করা!
9/ বন্দী দিগকে আত্মহত্যা করতে বাধ্য করা!
10/ টাকার জন্য ছয় নয় করে বিভিন্ন কারাগারে বন্দী দিগকে বদলি করা!
11/ কারা হাসপাতালের সিট বিক্রি করা!
12/ কারাগারে বন্দী অনভিট পাহারাদের কাছ থেকে কম্পাসের নামে প্রতিমাসের চাঁদা নেওয়া!
13/ কারা ক্যান্টিনে দ্রব্যমূল্যের দাম বাহির থেকে দুই গুণ বেশি নেওয়া!
14/ প্রতিদিনই কোন না কোন সাহেব ফাইলের নামে বন্দী দিগকে বসিয়ে রাখে বিভিন্ন ধরনের হড়ানি করা!
15/ ছোটখাটো অপরাধ দেখিয়ে কয়েদি বন্দীদের রেয়াত কর্তন করা!
16/ আদালত থেকে জামিনী পেয়ে কারাগার থেকে মুক্তির সময় মেইন গেটে জামিন ব্রাঞ্চে – ক -খ -ব -র – বিভিন্ন অক্ষর ভুল দেখিয়ে বন্দীদের পরিবার থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া! ইত্যাদি?
ইহাছাড়া উক্ত অনিয়মগুলির ধামাচাপা দেওয়ার সাথে জড়িত রয়েছে প্রতিটি জেলার 2 একজন পা চাটা নামধারী বোরকার গণমাধ্যম, যাহা অত্যন্ত লজ্জা o দুঃখজনক!
আমার কথা যদি মিথ্যে হয় তাহলে বাংলাদেশ সরকার আমাকে যে শাস্তি দেয় তাই মাথা পেতে নিব হাসিমুখে,,
বিস্তারিত সবকিছুই আসিতেছে বিভিন্ন খবরের কাগজে,,
01323002377,