পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন নারীর কারাদন্ডসহ আর্থিক জরিমানা দিয়েছেন আদালত।

পরকীয়া প্রেমিকের সঙ্গে পলায়ন নারীর কারাদন্ডসহ আর্থিক জরিমানা দিয়েছেন আদালত।

বাহাদুর চৌধুরী,,


স্বামী সন্তান ফেলে চাচাতো ভাইয়ের হাত ধরে পালিয়ে যাওয়ার অপরাধে সুমি খাতুন নামে এক নারীর এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ঝিনাইদহের বিচারিক আদালত।
মঙ্গলবার ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক রুমানা আফরোজ এই চাঞ্চল্যকর রায় দেন।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড শহিদুল ইসলাম জানান, ৯ বছর আগে জেলার কালীগঞ্জ উপজেলার দক্ষিন কাস্টসাগরা গ্রামের সুমি খাতুনের সঙ্গে একই উপজেলার পারখিদ্দা গ্রামের আব্দুর রাজ্জাকের বিয়ে হয়। সংসার করা অবস্থায় সুমি খাতুন চাচাতো ভাই সজিবের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে এবং ২০২১ সালের ২৭ সেপ্টম্বর তার হাত ধরে পালিয়ে যায়। ওই বছরের ২১ ডিসেম্বর সুমি ও তার পরকীয়া প্রেমিক সজিবের বিরুদ্ধে ৪৯৪ ধারায় মামলা করেন আব্দুর রাজ্জাক। বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে মঙ্গলবার সুমি খাতুনকে এক বছর কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। সুমির প্রেমিক সজিবকে আদালক বেকসুর খালাস দেন,যাহা মেনে নিতে কষ্ট হয় স্বামীর পরিবার।

এদিকে উক্ত বিষয়টি নিয়ে বিচারে অসন্তোষ প্রকাশ করেছেন বাদী পক্ষ। তাছাড়া এ খবর এলাকায় প্রচার হলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটে ওঠে, অনেকের মুখে মুখে শোনা যায় ঠিক বিচার হয়েছে,এমনটি হলে আর কেউ ঘর ভেঙে স্বামী, সন্তান, ছেড়ে অন্য কারোর সাথে আর চলে যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *