তারিখঃ ২ অক্টোবর ২০২৩ গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

তারিখঃ ২ অক্টোবর ২০২৩ গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

সত্যের খোঁজে আমরা

রানা,পটুয়াখালীঃঃ

পটুয়াখালীর গলাচিপায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন উন্নয়ন ও উৎপাদনশীলতার লক্ষ্যে বিভিন্ন সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানিক প্রধানগণ, সিভিল সোসাইটির প্রতিনিধিগণ, ব্যবসায়ী, ব্যাংক, বীমা, এনজিও প্রতিনিধি নিয়ে উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২ অক্টোবর) বিকাল ৩ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আকরামুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, গোলখালী ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন, গলাচিপা এনজিও ঝিলিক উন্নয়ন সংস্থার এমডি মো. শাহিন কাজী প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক হোসেন। উক্ত সভায় বিভিন্ন প্রস্তাবনা এবং স্মার্ট উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে নানাবিধ প্রস্তাব গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *