জাপানের ডেঙ্গু ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার  জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি ডেঙ্গু

জাপানের ডেঙ্গু ভ্যাকসিন ব্যবহারের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি ডেঙ্গু

সত্যের খোঁজে আমরা

প্রতিরোধী ভ্যাকসিন ‘কিউডেঙ্গা’ ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাপানি সংবাদমাধ্যম নিপ্পন ডটকমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার বলেছে যে, তারা জাপানি ওষুধ প্রস্তুতকারক তাকেদা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি ডেঙ্গু জ্বরের ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করেছে।

খবরে বলা হয়েছে, এরই মধ্যে ভ্যাকসিনটি ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা চালু করা হবে, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়।

তাকেদার দুইডোজের ভ্যাকসিনটি সেরোটাইপ ২ ভেরিয়েন্টের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এখানে অন্য তিনটি ধরনের উপাদানও যুক্ত রয়েছে। ডোমিনিকান রিপাবলিক, পানামা এবং ফিলিপাইনে ১ হাজার ৮০০ জন তরুণ-তরুণীর ওপর চালানো হয়েছে এই ভ্যাকসিনের পরীক্ষা। গবেষণায় দেখা গেছে, ভ্যাকসিনটি নেওয়ার পর এটি ডেঙ্গুর চার ধরনের বিরুদ্ধে অন্তত চার বছর সুরক্ষা দেয়।

এই ফলাফলের পর এশিয়া ও লাতিন আমেরিকার ২০ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর আরেকটি পরীক্ষা চালায় তাকেদা। দেখা যায়, ভ্যাকসিন গ্রহীতাদের হাসপাতালে ভর্তি হওয়ার হার প্ল্যাসিবোর তুলনায় ৮৪ শতাংশ কম এবং এটি ৬১ শতাংশ পর্যন্ত রোগ প্রতিরোধে কাজ করে। এর পাশাপাশি তেমন উল্লেখযোগ্য কোনো নিরাপত্তা ঝুঁকিও পাওয়া যায়নি পরীক্ষায়।

ডেঙ্গু জ্বর, মশাবাহিত সংক্রামিত একটি ভাইরাল রোগ। প্রধানত গ্রীষ্মমন্ডলীয় এবং উপ-গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এটি বেশি দেখা যায়।  আফ্রিকান, এশিয়ান এবং লাতিন আমেরিকার দেশগুলোতে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশে কয়েকমাস ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।এ বছরের চলমান ডেঙ্গু প্রাদুর্ভাবটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুতর।

এমন অবস্থায় দেশে সম্প্রতি প্রথমবারের মতো ডেঙ্গুর চারটি ধরনের বিরুদ্ধে উপযোগী টিকা নিয়ে সফল পরীক্ষা সম্পন্ন করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং যুক্তরাষ্ট্রের ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের (ইউভিএম) লার্নার কলেজ অব মেডিসিন।

টিভি-০০৫ নামের টিকাটি এক ডোজের বলে জানিয়েছে আইসিডিডিআরবি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে ডেঙ্গুর এই টিকা ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণায় ব্যবহৃত এক ডোজের ডেঙ্গু টিকা টিভি-০০৫ মূল্যায়ন করে দেখা যায়, এটি শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রয়োগের জন্য নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *