বগুড়ার সারিয়াকান্দিতে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কালিতলা গ্রোয়েন বাঁধের দক্ষিণ পূর্ব পাশে গজারিয়া চরের যমুনা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। যমুনা নদীর তীরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৯টি আঘাতের চিহ্ন রয়েছে। ফর্সা চেহারার লাশটির পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল গেন্জি। লাশটির পরিচয় এখনো জানা যায়নি।
এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, ধারনা করা হচ্ছে কে বা কাহারা উদ্যেশ্য প্রনোদিত ভাবে যুবকটিকে হত্যা করে লাশটি ফেলে রেখে চলে যায়। পুলিশের পক্ষ হতে হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত করণ ও গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত আছে।