সত্যের খোঁজে আমরা
স্টাফ রিপোর্টার বিলকিছ আক্তার রুবি
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরে ৬ ই অক্টোবর ২০২৩ ইং তারিখ শুক্রবার রাত ৮.৩০ মিনিটের সময় সময়ের বাতি ঘর যুব সংগঠন এর নতুন অফিসের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের গাজী বাড়ীর বিশিষ্ট সমাজ সেবক গাজী মোহাম্মদ নয়ন এর সভাপতিত্বে ও মোঃ মারুফ গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীবাড়ীর বিশিষ্ট সমাজ সেবক গাজী মোঃ ইকবাল, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো: রাসেল গাজী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মোফাজ্জল হোসেন,মামুন মিয়া, মোঃ সুজন ভূইঁয়া, মাসুদ,মোঃ জুয়েল গাজী, মোঃ মহসিন মিয়া,শামীম,গাজী রাসেল,শাহিন,সোহাগ, বিল্পব,বাবু,নাজমুল গাজী, প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন সময়ের বাতি ঘর যুব সংগঠন সামাজিক উন্নয়ন মূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।এছাড়াও দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।কোন অসহায় ব্যক্তি মৃত্যুবরণ করলে তাদের কাফন দাফনের ব্যবস্থা করবে, কোন অসহায় শিক্ষার্থীর শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদান করবে। এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করবে।নিরক্ষরতা দূরীকরণের চেষ্টা করবে।গরিব ও অসহায় রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবে।এছাড়াও বৃক্ষরোপণ অভিযান সহ সামাজিক যেকোনো ভালো কাজে তারা অবদান রাখবে এ পত্যায় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ ভবন মসজিদের পেশ ইমাম। সবশেষে সকলের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।