সত্যের খোঁজে আমরা
মোঃ এমদাদুল হক, ইসলামপুর, জামালপুর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভুয়া আইডি খুলে উদ্দেশ্য প্রণোদিত, কুরুচিপূর্ণ ও অশালীন পোস্ট করে অপপ্রচার করায় ইসলামপুর থানায় জিডি করেছেন কুলকান্দি ইউনিয়নের সাবেক মেম্বার করোনা যোদ্ধা মোঃ আমজাদ হোসেন,পিতা – মোঃ সোলায়মান সরদার (গ্রাম -কুলকান্দি মধ্যপাড়া,উপজেলা -ইসলামপুর, জেলা -জামালপুর ।)৮অক্টোবর, রবিবার সন্ধ্যায় Rubayda Akter Fariha, লিংক.com/profile.php?id=100094211981148&mibextid=2JQ9oc ফেসবুক আইডির বিরুদ্ধে জিডি দায়ের করেছেন।জিডি নংঃ ইসলামপুর থানা-৩৪৪,তারিখ -০৮/১০/২০২৩ । জিডিতে তিনি উল্লেখ করেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে এরকম অপপ্রচার এর ফলে আমার ও আমার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও বিব্রতবোধ করছি এবং মানসিকভাবে ভেঙে পড়েছি।এতে আমার ও পরিবারের সম্মানহানি হয়েছে। এ কারণে ফেইসবুকের ভুয়া একাউন্ট সনাক্ত করে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেন।