সত্যের খোঁজে আমরা
ইলিশের জন্য বিখ্যাত দ্বীপজেলা ভোলা। এটি সবার জানা থাকলেও ইলিশ নিয়ে ভোলায় কোনো স্থাপনার নাম ছিলনা। তাই এক ঝাঁক তরুণ উদ্যোক্তা ইলিশের সঙ্গে ভোলাকে আরো বেশি পরিচিত করে তুলতে মেঘনার তীরে গড়ে তুলেছেন ‘ইলিশ বাড়ি’ নামের একটি পর্যটন কেন্দ্র। ঈদুল আজহার দিন (১০ জুলাই) থেকে এটি চালু হয়। আর এতেই ব্যাপক সাড়া পড়ে দর্শনার্থীদের মধ্যে। ‘ইলিশ বাড়ি’ দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। বেশ কয়েকটি রং-বেরংয়ের কুঁড়ে ঘর নির্মাণ করা হয়েছে এখানে। বাহারি এসব কুঁড়ে ঘরে বসে খুব কাছ থেকে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ রয়েছে। সূর্যোদয়-সূর্যাস্তের মনোরম দৃশ্য ছাড়াও জেলেদের ইলিশ ধরার দৃশ্য, নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য দেখতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন।