সত্যের খোঁজে আমরা
আল আমিন সরদার নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা
তালা উপজেলার পাটকেলঘাটায় আওয়ামী লীগ করায় সরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তৈতকুপি গ্রামের ইউপি সদস্য জামাত নেতা আব্দুল হামিদ ও তার চাচাতো ভাই কাদেরের মদতে রড ও হাতুড় দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে।
সরজমিনে জানা গেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় তৈলকুপি গ্রামের বটতলা মাদ্রাসার পিছনে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। সন্ত্রাসীরা হল তৈলকপি গ্রামের মজিদ সরদারের পুত্র রাইহান (২৪) ও রইস উদ্দিন সরদারের ছেলে সুমন( ২১)
অতর্কিতভাবে আলাউদ্দিনের
বাড়ির গলির ভেতর থেকে বেরিয়ে সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসকে এলো পাতাড়ি রড হাতুর দা দিয়ে পিটিয়ে ও কোপাতে থাকে। এ সময় ভুক্তভোগীর কাছে ছাগল বিক্রি করা ৫ হাজার টাকা মৃত বজলে সরদারের পুত্র মজিদ সরদার, এবং android মোবাইল ফোন মৃত অজিয়ার সরদারের পুত্র রইছুদ্দীন সরদার মিলে ছিনিয়ে নেয়।
এ সময় শাহাবুদ্দিনের আত্মচিৎকার তার পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভুক্তভোগী শাহবুদ্দীন বিশ্বাস সাংবাদিকদের জানান তৈলকুপি গ্রামের ইউ পি সদস্যও তার চাচাতো ভাই কাদেরের মততে তাদের বাহিনী দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে। এ সময় তারা বলে তুই আওয়ামী লীগ করিস দেখি তোরে আজকে ঠেকায় কে বলে মারতে থাকে। এদিকে রইসউদ্দিন এর পুত্র সুমনকে কয়েক মাস পূর্বে মাদক সেবন ও বেচাকেনা দায়ে পাটকেলঘাটার বাজার খোলা থেকে থানা পুলিশ আটক করে। এবং মজিদের পুত্রর মোটরসাইকেলে মাদক বহনের সময় মোটরসাইকেলটি পুলিশ আটক করে। এবং তার বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একাধিক মাছ চুরির মামলাও রয়েছে। তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলামের কাছে ঘটনার বিষয় জানতে চাইলে। তিনি বলেন রায়হান ও সুমনের নামে।থানায় মাদকও মাছ চুরির মামলা রয়েছে। তিনি আরো জানান শুক্রবার সকালে শাহাবুদ্দিনকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ বিষয় ইউপির সদস্য আব্দুল হামিদের কাছে তার মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন। আমার এখন কথা বলার সময় নেই বিচ্ছিন্ন করে দেন এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটকেলঘাটা থানায় একটি মামলা প্রস্তুতি চলছে।