সত্যের খোঁজে আমরা
বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার
গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ১৬ অক্টোবর রোজ সোমবার বিকেলে গাজীপুর মহানগর চান্দনা চৌরাস্তা কাঁচা বাজার আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ‘ গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান ভাই। এসময় তিনি তার বক্তব্যে বলেন গত ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে কাঁচা বাজার অবৈধ ভাবে দখলের জন্য নুরুল হক ৩০০-৪০০ সন্ত্রাসী নিয়ে হামলা চালায়।। এ সময় সন্ত্রাসীরা বাজারে দোকানপাট’ ও একটি মোটরসাইকেল ভাংচুর করে। হামলাকারীদের অস্ত্রের আঘাতে গাজীপুর কাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সদস্য আবুল হোসেন ও মনির হোসেন গুরুতর আহত হয়। সংবাদ সম্মেলনে আব্দুস সোবহান ভাই আরো বলেন’ বৈধ চুক্তিপত্রের মাধ্যমে দীর্ঘ কয়েক বছর যাবত সততা ও নিষ্ঠার সহিত গাজীপুর কাচামাল আড়ৎটি পরিচালনা করে আসছি। বাজারটির ব্যবসা – বাণিজ্য ধ্বংস করতে একটি মহল সন্ত্রাসী কার্যক্রম ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। সংবাদ সম্মেলনে কাচাবাজার আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি মোঃ আব্দুস সোবহান ভাই আরো জানান’ আইনানুগ নিয়ম ও দলিল সকল প্রক্রিয়া সম্পন্ন করে বাজারটিতে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসী একটি গোষ্ঠী ‘ বাজার ও বাজারের ব্যবসায়ীদের উচ্ছেদের মিথ্যা মামলা সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছে।তারই ধারাবাহিকতায় ওই গোষ্ঠী গত শুক্রবার বাজার দখলে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালায়। তিনি উল্লেখ করেন।।। কাঁচাবাজারটি ২০০৫ সালে জমির মালিক নুরুল হকের সাথে চুক্তিপত্র করে বর্তমানে জিএমপি বাসন থানাধীন আউটপাড়া মৌজাস্হ চৌরাস্তা সংলগ্ন সিএস ও এসএ ১৩৭:১৩৮এবং আর এস ১৫৫ ও ১৫৬ নং দাগের ৭২’ ৫০শতাংশ পরিত্যক্ত জমিটিতে মাটি ভরাট করে ব্যবসায়ীক কার্যক্রম চালিয়ে আসছি। পরবর্তীতে ২০১৬ সালে মো: নুরুল হক স্ট্যাম্পে লিখিত ভাবে উল্লেখিত ৭২’৫০ শতাংশ জমিসহ জমিতে নির্মিত মার্কেটের সর্বময় ক্ষমতা তার দ্বিতীয় স্ত্রী মোসা: শাহনাজ পারভীনএর সাথে কথাবার্তা বলে পূর্বে বাজারটি মাটি ভরাটসহ ২’৮৮’৫০০০০ নির্ধারণ করা হয়। ২০১৬ সালের ৪ জুন স্বাক্ষীদের উপস্থিতে শাহানাজ পারভীন আবারও ৫০’০০’০০০ টাকা গ্রহণ করে। সর্বমোট ৩” ৩৮’৫০’০০০ টাকা জামানত দেখিয়ে।।