শেখ মুজিবের সমালোচনা বাংলাদেশে আইনত নিষিদ্ধ। ফলে তাকে নিয়ে আলোচনার ক্ষেত্রেও এক

শেখ মুজিবের সমালোচনা বাংলাদেশে আইনত নিষিদ্ধ। ফলে তাকে নিয়ে আলোচনার ক্ষেত্রেও এক

সত্যের খোঁজে আমরা

ধরনের অলিখিত নিষেধাজ্ঞা রয়েছে। কারন কোনটা আলোচনা আর কোনটা সমালেচনা, আইনে তার কোন ব্যখ্যা নেই। ফলে বঙ্গবন্ধু মানে হয় ভক্তি গদগদ মোসাহেবি অথবা ভয়ার্ত উপেক্ষার বাইরে তেমন আর কিছু অবশিষ্ট নেই এখন।

এই বাস্তবতায় মুজিব চরিত্র রূপায়ন দেশের সর্বশ্রেষ্ঠ অভিনয় শিল্পীর পক্ষেও অসম্ভব। এখানে ক্যামেরার সামনে যে যত বেশী মুজিব হয়ে উঠতে চাইবে সে তত বড় মুজিবভক্ত হিসেবে পর্দায় হাজির হবে। একই কথা শেখ হাসিনাসহ অপরাপর চরিত্রর ক্ষেত্রেও প্রযোজ্য। ফলত এই সময়ে মুজিবের বায়োপিক মুলত ক্ষমতার স্বার্থে মুজিব বন্দনায় পরিনত না হয়ে কোন উপায় নেই। বিশেষ করে ক্ষমতার যখন এটাই চাহিদা। ক্ষমতার কাছে শিল্প ও শিল্পী অসহায়, যদি সেই শিল্প ও শিল্পীর অন্তর্গত তাড়নাই হয় ক্ষমতাকে তুষ্ট করা।

মুভিটির ট্রেলার ও প্রিমিয়ারে শিল্পী কুশীলবদের বক্তব্য শুনে আমার সেরকমই ধারনা হয়েছে। দেশের বাইরে থেকে ছবিটি দেখার উপায় কী জানি না। তবে সুযোগ হলে আমি দেখবো। একাধিকবার দেখবো এবং একটি বিস্তারিত রিভিউ লিখবো, ইতিহাসের প্রয়োজনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *