ইসলামপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ইসলামপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সত্যের খোঁজে আমরা


মোঃ এমদাদুল হক, জামালপুর।
জামালপুরের ইসলামপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের শারদীয় দুর্গোৎসবের মহা ৭মী দিনে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান ।পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন করার ক্ষেত্রে পূজারীদের প্রতি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে আইন শৃঙ্খলার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও যাতে কঠোরভাবে দায়িত্ব পালন করে । এসময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন, উপজেলা পরিষদর চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফ আলী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল হক ,মন্দির (২টি) কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *