হিলি সীমান্তে বিএসএফকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

হিলি সীমান্তে বিএসএফকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিজিবি

সত্যের খোঁজে আমরা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মহাষ্টমী দিনে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।

২২ অক্টোবর, রবিবার হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় ১৫১-বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই লাবমিতের হাতে ৪ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম। এসময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *