সরকারি মিডিয়া তালিকাভুক্ত অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা।
এমডি হাশেম:> প্রতিনিধি আলীকদম বান্দরবান।
পোয়ামুহুরী থেকে আসা একটি ইঞ্জিন চালিত বোটের পাটাতনের নিচে বিশেষ কায়দায় পরিবহনের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ওয়াহেদ’র নেতৃত্বে একটি সি টাইপ টহল দল আলীকদম মংচাপাড়া ঘাটে পরিত্যক্ত অবস্থায় সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় বোটটি আটক করে ৫৫ (পঞ্চান্ন) বোতল বিদেশি মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মদ পরিবহন কাজে ব্যবহৃত বোটটি মংচাপাড়ার আলমগীর হোসেনের বলে জানা যায়।
অপরদিকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)র অভিযানে ৭৫৮ পিচ্ ইয়াবা এবং ১০ পুরিয়া গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল রবিবার রাত ১০:০০ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আনুমানিক ০৩:০০ঘটিকায় ৭৫৮পিচ্ ইয়াবা এবং ১০পুরিয়া গাঁজা-সহ তিন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী আসহাব উদ্দিন (২২) পিতা: মোঃ আলী,
মোঃ ইউছুফ (২৭) পিতা: হাফেজ আহম্মদ উত্তর পালং পাড়া এবং রবিউল ইসলাম (২৬) পিতা: আবুল কালাম দক্ষিণ পূর্ব পালং পাড়ার বাসিন্দা বলে জানা যায়।
আটককৃত উভয়ই আলীকদমের চিহ্নিত মাদক চোরাকারবারি এবং ব্যবসায়ী।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতে চালান করে দিয়েছে আলীকদম থানা পুলিশ।
দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলায় বিদেশী সিগারেট, মদ, ইয়াবা, ও আইস সহ বিভিন্ন মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
আলীকদম উপজেলার চিন্হিত কিছু মাদক ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে এই ব্যবসা নিয়ন্ত্রণ করছে বলে জানা যায়।
মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে তৈন খালের ঠান্ডাঝিরি, চাকমা পাড়া, আলীর সুড়ঙ্গ ব্রীজ সড়ক, আলী বাজার ব্রীক ফীল্ড সড়ক, আমতলী লোকমানের বাড়ি থেকে খালে নামার পথ, আমতলী লংঘাট সড়ক ব্যবহার করছে চোরাকারবারিরা।
আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিভিন্ন সময়ে মদ ইয়াবা-সহ মাদক আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় কারবারিরা।
উল্লেখ্য আলীকদম সেনা জোন (৩১বীর) এবং আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আলীকদম উপজেলায় পদার্পণের পর থেকে সীমান্ত রক্ষার পাশাপাশি বিভিন্ন সময়ে আলীকদম উপজেলা সংগঠিত বিভিন্ন অবৈধ চোরাচালান রোধ-সহ পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং অত্র অঞ্চল হতে সরকারের রাজস্ব আদায়ে অনন্য অবদান রেখে আসছেন।