মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলতেছি।আমি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করে

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে বলতেছি।আমি আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করে

সত্যের খোঁজে আমরা

বলতেছি যে আমি একজন সাংবাদিক ইয়াসিন চৌধুরী আমার জানের নিরাপত্তা চাই (রিপোর্টার ইয়াসিন চৌধুরী)

আমি আমার মায়ের থেকে সাড়ে ২১ ডিসিম যায়গা কিনে নিলাম ৮ লক্ষ টাকা দিয়ে আমার এ টু জেড কাগজপত্র খাজনা খারিজ সবকিছু কমপ্লিট করা আছে কিন্তু আব্দুল করিম নামে এক প্রতারক আমাদের থেকে সব সম্পদ কিনে নিয়েছে ১০ টাকার জিনিস দুই টাকা দিয়ে আমার বাবাকে হুমকি দিয়ে সম্পদ সব নিয়ে গিয়েছে আমার বাবা সরল সোজা একজন মানুষ ছিলেন উনাকে ভয় দেখাইয়া আব্দুল করিমে সম্পদ নিয়ে গেছে কিন্তু সাড়ে ২১ ডিসিম জায়গায় আমার মাকে দিয়ে গিয়েছে কাবিন শর্তের টাকা মোহরনার হক আব্দুল করিম ভুয়া দলিল তিনটা রেডি করে আমার সম্পদ নেয়ার জন্য আমাকে হুমকি দিতেছে। সে বলে কি আমাকে দুই বছরের জন্য জেল খাটাবে ভূমি অফিসের ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সবাই যাই ম্যাজিস্ট্রেট বলেছে আমরা সম্পদ পাব এই সম্পদ মালিক ইয়াসিন গেছে দুই তারিখে আমি যাইতে পারি নাই। আমি একটা অ্যাক্সিডেন্ট করছি বিদায় আমি যাইতে পারি নাই। আব্দুল করিমে রুপগঞ্জ নারায়ণগঞ্জ চনপাড়া তার দোকান স্বর্ণের। দোকান সেই বিশাল বড় একজন চোরা কারবারি সে মাদকের সাথে জড়িত আছে এ বিষয় নিয়ে আব্দুল করিম তার ছেলে শাকিল সহ অনেকবার জেল খেটেছে তাদের নামে এখনো পর্যন্ত রূপগঞ্জ থানায় মামলা আছে তারা বিশাল বড় একজন চোরা কারবারি স্বর্ণের যতবার আছে চোরায় পথে আসে সব গুলো আব্দুল করিমে আন্ডারে যায় এবং চনপাড়া যতো মাদক ব্যবসায়ী করে সবকিছু সাথে আব্দুল করিম জড়িত সেই একজন গডফাদার। ম্যাজিস্ট্রেট ম্যাডাম এ আমাকে বলছে প্রথমে বলেছিল সম্পদটা ইয়াসিনে পাবে ইয়াসিনের সম্পদ যেহেতু সব কাগজপত্র a to z তার নামে আছে। প্রথম ডেড ছিল ১৭.৬.২০২৩ সে ম্যাজিস্ট্রেট আমাকে এই কথাগুলো বলে আমার সব কাগজপত্র দেখে বলে সম্পদটা আপনার পরে এই ডেটে ২.৭.২০২৩ আমার এক্সিডেন্ট এর কারণে আমি যাইতে পারি নাই। ম্যাজিস্ট্রেট ম্যাডামে এ বিষয় নিয়ে আর কোন কথা বলে নাই ম্যাজিস্ট্রেট ম্যাডাম অমায়িক লোক খুব ভালো মানুষ করিম কে বলছে আপনারা প্রয়োজনে আদালতে যান।আদালতে যা বলে কাগজপত্র যার সঠিক আছে সে জায়গা পাবে। আমার ফেসবুকের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী বড় বড় কর্মকর্তারা আছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমার জানের নিরাপত্তার জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ। আপনারা আমাকে হেল্প করেন আব্দুল করিম আমাকে হুমকি দিয়েছে। আমি যে একজন সাংবাদিক আমাকে সন্ত্রাস লাগাইয়া দিবে বলছে আমি যদি দেশে যাই আমার জন্য সন্ত্রাস ঠিক করে রাখছে আবার এটাও বলছে তুই চাঁদাবাজি করিস এ কথা বলে গণধোলাই দিবে তাও তার সন্ত্রাস বাহিনী দিয়ে। আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে শুধুমাত্র এই সম্পতির জন্য প্রয়োজনে আমাকে মিথ্যা মামলা দিয়ে হলেও জেল খাটাবে। আমি সেনবাগ থানা একটা অভিযোগ করে রেখেছি আব্দুল করিমের নামে।

(চোরা কারবারি গডফাদার মাদক ব্যবসায়ী করিম এর ফোন নাম্বার 01711960396)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *