পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত কারী আতিকুর রহমান রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাত কারী আতিকুর রহমান রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ

সত্যের খোঁজে আমরা

হাজীগঞ্জ নিউজঃ

নোয়াখালীর সূবর্ণচরে সাইকেল বিক্রির পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টায় অভিযুক্ত শিশু আতিকুর রহমান রাকিবকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে স্থানীয় জনগণের সহযোগিতায় চরক্লার্ক ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আতিকুর ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হোমিও চিকিৎসক মোঃ শাহ আলমের ছেলে।

নোয়াখালী চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন,এ হামলার ঘটনায় ভুক্তভোগী মারূফ হাসান রাকিবের (১২) মা মর্জিনা আক্তার বাদী হয়ে আতিকুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার তাকে আদালতে তোলা হবে।

এরআগে সোমবার (২৩ অক্টোবর) বিকেলে সাইকেল বিক্রির পাওনা টাকা দেওয়ার কথা বলে মারূফকে হালিম মাস্টারের বাড়ির সামনে নিয়ে আতিকুর ছুরি দিয়ে মুখে বুকে ও পেটে আঘাত করে। এতে মারূফের ভুঁড়ি বের হয়ে যায়। তাকে সোমবার রাতে অস্ত্রোপচার করা হয়েছে।

আহত মারূফ চরক্লার্ক গ্রামের দুবাই প্রবাসী মো. রফিক উল্যাহর ছেলে। তারা পরষ্পর বন্ধু এবং দুজনই স্থানীয় বাংলাবাজার দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

আহত মারূফের চাচা মোঃ আহসান উল্যাহ বলেন মারূফের থেকে আট হাজার টাকায় একটি সাইকেল কেনে আতিকুর।
কিন্তু দীর্ঘদিনেও টাকা না দেওয়ায় মারূফ তাকে টাকা দিতে চাপ দেয়। সোমবার বিকেলে মারুফকে টাকা দেওয়ার কথা বলে হালিম মাস্টারের বাড়ি পাশে নির্জন স্থানে নিয়ে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে আতিকুর। এতে তার থুতনি, বুকে ও পেটে মারাত্মক জখম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *