ডেমরায় বাসে আগুন, একজনের মৃত্যু

ডেমরায় বাসে আগুন, একজনের মৃত্যু

রাজধানীর ডেমরায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান।

তিনি বলেন, রাজধানীর ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অসিম পরিবহনের একটি বাসে রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে দগ্ধ হয়ে মো. নাঈম (২২) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন রবিউল (২৫) রানের আরেকজন। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।

এসআই সাইদুর রহমান বলেন, নিহত বাস হেলপারের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। আহতকে বান ইনিস্টিউটে পাঠানো হয়।

তিনি জানান, বরিশাল জেলার কোতোয়ালি উপজেলার আলম চকিদারের ছেলে নাঈম। বর্তমানে ডেমরার হাজীনগরে থাকতেন।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। তখন বাসটি রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। আর তারা ভেতরে ঘুমিয়ে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *