গাজীপুরের পূবাইল কোদাবো থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১খদ্দের সহ ৪ নারী আটক।

গাজীপুরের পূবাইল কোদাবো থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ১খদ্দের সহ ৪ নারী আটক।

সত্যের খোঁজে আমরা

বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার

গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানাধীন কোদাবা এলাকার রিনা বেগমের বাড়ি থেকে ১ খদ্দেরসহ ৪ নারী যৌণকর্মীকে আটক করেছে পুবাইল থানা পুলিশ। গত সোমবার বিকাল ৫ টা ১৫ মিনিটের সময় গাজীপুর মেট্রোপলিটন পুবাইল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশনায় এস আই মোঃ হুমায়ুন আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোদাবো রিনা বেগমের বাড়ী থেকে ১ খদ্দের সহ ৪ নারী যৌণকর্মীকে আটক করে। আটকৃতরা হল- ১। সুমি আক্তার ওরফে লিজা(৩৫) ২। আরমিনা খাতুন ওরফে তানিশা(১৮) ৩। মাসুদা বেগম(৩৮) ৪। কোহিনুর(১৯) ৫। শাহাদাৎ হোসেন(১৯)। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন গোপন সংবাদের ভিত্তিতে ১ খদ্দের সহ ৪ নারী যৌন কর্মীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়। আমার অত্র থানা এলাকায় মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, চোরাই মালামাল ক্রয় বিক্রয় সহ যে কোন দূষ্কৃতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *