দিনাজপুরের হিলিতে আমন ধান ও কাটা মাড়াই শুরু

দিনাজপুরের হিলিতে আমন ধান ও কাটা মাড়াই শুরু

সত্যের খোঁজে আমরা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রতি বছরের ন্যায় এ বছরও বিভিন্ন জাতের আমন ও রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। মানুষের মধ্যে লেগেছে ধান কাটা ও মাড়াই উৎসব। বাড়ির সবাই ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত। বিশেষ করে ছোটদের আনন্দ আরও বেশি। ফলে হাট-বাজারে সব ধরনের ধান ও চালে দাম কমতে পারে। নিম্ন আয়ের মানুষের মধ্যে ফিরতে পারে স্বস্তি। এছাড়া ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষক খুশি তবে দাম নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, উপজেলায় ৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উচু এলাকায় রোপা আমন ধান ও নিচু এলাকায় বোনা আমন ধানের চাষাবাদ করেন কৃষকেরা।
এলাকার কৃষকগণ জানান, চলতি বছরে কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। বিঘা প্রতি ১৫ মণ থেকে ১৭ মণ হারে ধান পাওয়া যাচ্ছে। আশা করছি কোন দুর্যোগ ছাড়াই ধানগুলো ঘরে তুলতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *