রাত ১ টার সময় – আমার এক মেয়ে ফ্রেন্ড, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে।

রাত ১ টার সময় – আমার এক মেয়ে ফ্রেন্ড, আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে।

সত্যের খোঁজে আমরা

ফ্রেন্ডঃ ইভান?

আমিঃ হ্যা বল!

ফ্রেন্ডঃ তোর ফোনে এমবি আছে?

আমিঃ আমি তো WiFi ব্যবহার করি। কিন্তু এখন কারেন্ট নেই, যার কারণে ইন্টারনেট কানেকশন ও নেই। কিন্তু কেনো?

ফ্রেন্ডঃ অনেক দরকার দোস্ত। প্লিজ ফোনে এমবি রিচার্জ কর।

আমিঃ তুই কি পাগল হয়েছিস? এতো রাতে কোথা থেকে এমবি রিচার্জ করবো আমি? আমার জন্যে এখন কেউ দোকান খুলে বসে আছে?

ফ্রেন্ডঃ ইভান, আমি কিছু জানিনা। তুই এখন ফোনে এমবি রিচার্জ করবি, যেভাবেই পারিস।

আমিঃ আরে কি দরকার সেটা তো বলবি? নাহয় কারেন্ট আসা পর্যন্ত একটু অপেক্ষা কর।

ফ্রেন্ডঃ নাহ, এক মুহূর্তও সময় নষ্ট করা যাবেনা। এখনই প্রয়োজন, তুই এমবি ভর তারাতাড়ি।

আমিঃ আচ্ছা একটু অপেক্ষা কর, আমি দেখছি কি করা যায়।

অতঃপর পরিচিত এক বড় ভাইকে, কল দিয়ে ঘুম থেকে তুললাম। তাকে বললাম – তার বিকাশ থেকে, আমার ফোনে ১০০ টাকা রিচার্জ করে দিতে। বড় ভাই টাকা দেওয়ার পর, সেই টাকা দিয়ে ২ জিবি এমবি কিনে নিলাম। আমি মেসেজ দেওয়ার আগেই – দেখি হা’রা’মি টা মেসেজ দিয়ে বসে আছে!

ফ্রেন্ডঃ কিরে ইভান হয়েছে?

আমিঃ হ্যা হয়েছে। বল কি করতে হবে এখন? কি এমন দরকার!

আমার এই কথার উত্তরে – ফ্রেন্ড আমাকে যে কথাটা বললো। সেটা শোনার পর আমার মনে হচ্ছিলো – আশেপাশে যদি তখন কোনো কচু গাছ থাকতো। সত্যি সত্যি আমি ফাঁ’সি দিয়ে ম’রে যেতাম। মানে ফাইজলামির একটা লিমিট থাকে ভাই! ও সেটাও ক্রস করে ফেলেছে।
ফ্রেন্ডের কথা ঠিক এমন ছিলো – ইভান, আমি নতুন একটা টিকটক আইডি খুলেছি, তোকে লিংক পাঠিয়ে দিয়েছি। তুই তারাতাড়ি আমার টিকটক আইডিটা ফলো কর! 🙂
.
.


নতুন একটা গ্রুপ খুলছি গ্রুপে জয়েন হওয়ার অনুরোধ রইল এবং জয়েন হয়ে ফানি পোস্ট করতে পারবেন আপনাদের বিনোদন দেওয়া জন্য গুরুপটা খোলা ধন্যবাদ
গ্রুপ ল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *