সত্যের খোঁজে আমরা
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি
আজ ১৮ নভেম্বর রোজ শনিবার দিনাজপুরের ফুলবাড়ীতে খেলতে যায় তার দল। এদিন তাদের প্রতিপক্ষ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমিকে ১-০ ব্যবধানে পরাজিত করে তার দল।
খেলা দেখতে দুপুর থেকেই আশপাশের এলাকা থেকে মানুষ আসতে থাকে। খেলা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। দর্শকের উপচে পড়া ভিড়ের কারণে অনেকে আশপাশের ভবনের ছাদ, দেয়াল ও গাছের ডালে বসে খেলা উপভোগ করেন।
খেলা শেষে ভক্ত সমর্থকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার সুমন। এ সময় দর্শকদের অনুরোধে তোলেন সেলফিও।