শান্ত’র হাতে ট্রফি৷ গাধা ফুলের মালা পড়ে সাকিব পাশে দাড়িয়ে আছে৷ মিরাজ হাত-পা ছোড়াছুড়ি করে কি যেন করছে(নাচ)৷ সাব্বির রহমান বাসের এক কোণায় বসে স্মারক স্ট্যাম্প নিয়ে টিকটক বানাচ্ছে৷ ইবাদত ডানে বামে যারেই দেখছে, স্যালুট দিচ্ছে৷
শান্ত’র হাতে এবার ম্যান অব দ্যা টুর্নামেন্টের ট্রফি৷ গাধা ফুলের মালা পড়ে পাশে লিটন দাস দাড়িয়ে আছে৷
সুজন সাহেব দু’তলায় দাড়িয়ে নিচতলার সাংবাদিকদের কাছে অনুভূতি প্রকাশ করছেন৷ একটানা আধাঘন্টা ধরে একটা কথাই শুনালেন৷ ডরভয়হীন ক্রিকেট৷
টাইগার ভক্ত শোয়েব আলী বিরতি নিয়ে কান্না করতেছে৷ ক্যামেরা দেখলেই বুকফাটা এক্সপ্রেশান দিচ্ছেন৷
মুশির পেইজ থেকে লাইভ হচ্ছে৷ মাহমুদউল্লাহর পেইজ থেকেও লাইভ হচ্ছে৷ একই জিনিস৷🖐️🫠