উন্নয়নের বাংলাদেশ”শেখ হাসিনার বাংলাদেশ” দুর্নীতিবাজদের কারণে. সাধারণ জনগণ ভোগান্তি।

উন্নয়নের বাংলাদেশ”শেখ হাসিনার বাংলাদেশ” দুর্নীতিবাজদের কারণে. সাধারণ জনগণ ভোগান্তি।

সত্যের খোঁজে আমরা

আপনার হাজারো কোটি টাকার মালিক হলো মৃত্যুর পরে আপনি সাড়ে তিন হাত কাপড়ের বেশি কিছুই নিতে পারবেন না।এই দুনিয়ায় টাকার মায়া করে,কি লাভ?সাধারণ জনগণকে ক্ষতিগ্রস্ত করতে একটু দ্বিধাবোধ করেনা।
লক্ষ্মীপুরে অধিকাংশ জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ ভবন নির্মাণসহ রাস্তা গুলো বুয়া বিল ভাগ করে নিয়ে যাওয়ার কারণে রাস্তাগুলো সমস্যা পড়তে থাকে প্রতিটা প্রকল্প কাজে দুর্নীতি।বর্তমান দুনিয়াতে সবাই টাকার গোলাম,

প্রতিটি রাস্তায় দুর্নীতির কারণে,টিকাদাররা ঠিকমতো কাজ করতে করে না।প্রতিটা দপ্তরে টাকা দিতে গেলে রাস্তা কাজ করতে পারে না।সুতরাং ১০ লাখ টাকা কাজ ৫ লাখ টাকা দিয়ে কাজ করতে পারি না,যার কারনে রাস্তা সঠিকভাবে নির্মাণ করে না,প্রতিটা কাজে দুর্নীতি করা বন্ধ করতে পারলে।

দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারলে ইস্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়ন হবে।

প্রতিটা জেলা যদি ডিসি মহোদয় সঠিকভাবে প্রত্যেক কাজ অনুসন্ধান করতে থাকে।টাকাকে না ভালোবাসি মানুষকে ভালোবাসো তাহলে পরের দুনিয়ায় শান্তি পাবেন।সাধারণ জনগণ ভালো থাকলে আপনারা প্রত্যেকে ভালো থাকবে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন,স্বাধীনদেশকে সুন্দর সমাজ গড়ে তুলবে।
এক রাস্তার বাজেট সরকার কতবার দিবে, একবার দিবে তিনবার দিবে না, ঘোষ বন্ধ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *