ঘোড়াঘাটে বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, পাঁচটি ককটেল উদ্ধার

ঘোড়াঘাটে বিএনপি জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, পাঁচটি ককটেল উদ্ধার

সত্যের খোঁজে আমরা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের ঘোড়াঘাটে মধ্যরাতে ট্রাক ভাংচুর করে বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি। এতে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় মালবোঝাই ট্রাক এবং আহত হয় ট্রাকটিতে থাকা চালক ও চালক সহকারী (হেলপার)।

মধ্যরাত ২ টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শৌলা এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি-জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন এবং বিষ্ফোরক উপাদানাবলী আইনের পৃথক দুটি ধারায় মামলা দায়ের হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু এবং লাঠিসোঁটা।

সোমবার দুপুরে ট্রাকটির চালক সোহেল রানা (৩২) বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

আহতরা হলেন, পাবনা জেলার আমিনপুর উপজেলার শিবপুর গ্রামের আসিরউদ্দীন সরকারের ছেলে ট্রাকচালক সোহেল রানা (৩২) এবং অপরজন একই গ্রামের আমির হোসেনের ছেলে চালক সহকারী (হেলপার) আজিজুল ইসলাম (২২)।

বাদীর দেওয়া তথ্য এবং এজাহার অনুযায়ী, পাবনা জেলার নগরবাড়ি ঘাট থেকে সিমেন্ট, পেঁয়াজ ও শুটকি মাছ বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিল। সোমবার রাত আনুমানিক ২ টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে ট্রাকটি শৌলা নামক স্থানে পৌঁছালে লাঠিসোঁটা হাতে আসামীরা ট্রাকটিতে ঢিল নিক্ষেপ করে ভাঙচুর করতে থাকে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ট্রাকটি রাস্তার পাশের খাতে পড়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ট্রাক চালক বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার করা ককটেল সাদৃশ্য বস্তু পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *