দিনাজপুরে নবাবগঞ্জ ৬ পায়ের বাছুরের জন্ম

দিনাজপুরে নবাবগঞ্জ ৬ পায়ের বাছুরের জন্ম

সত্যের খোঁজে আমরা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

দিনাজপুরের নবাবগঞ্জে ৬ পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ৬ পা বিশিষ্ট বাছুরটি এক নজর দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছেন।

ভোররাতে উপজেলার পুটিমারা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের কৃষক মাহামুদুল হকের একটি গাভি বাছুরটির জন্ম দেয়। বর্তমানে বাছুরটি সুস্থ আছে। গাভিটির এটাই প্রথম বাচ্চা।

স্থানীয় মিজানুর আলম বলেন, লোকমুখে জানতে পারি, নওদাপাড়া গ্রামে ৬ পায়ের একটা বাছুর হয়েছে। তাই বাছুরটি দেখতে আসলাম। বাছুরটি দেখে খুব ভাল লাগলো।

আতাউল গনি নামের অপর একজন বলেন, মাহামুদুল হক ভাইয়ের একটি গাভি ৬ পা বিশিষ্ট বাছুর জন্ম দিয়েছে। বাছুরটি দেখতে অনেক সুন্দর এবং সুস্থ আছে।

গরুর মালিক মাহামুদুল হক বলেন, ছোট থেকে গাভিটি অনেক যত্ন করে লালন-পালন করেছি। শুক্রবার ভোররাতে গাভিটি একটি বাছুর জন্ম দেয়। বাছুরটির অতিরিক্ত দুটি পা আছে। পা দুটি পিঠের ওপরে। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *