দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে প্রসূতি মহিলার একটি ছেলে সন্তান প্রসব

দিনাজপুরগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে প্রসূতি মহিলার একটি ছেলে সন্তান প্রসব

সত্যের খোঁজে আমরা

, দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

ঢাকা হতে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর “দ্রুতযান” এক্সপ্রেস ট্রেনে এক প্রসূতি একটি ছেলে সন্তান প্রসব করেছেন। ছেলে সন্তানের জন্ম হওয়ায় ওই প্রসূতি মহিলার স্বামীসহ তার পরিবারের লোকজন খুবই খুশি হয়েছেন।
সোমবার (৪ ডিসেম্বর-২০২৩) রাত আনুমানিক ২টার সময় ওই প্রসতি মহিলা তার সন্তান প্রসব করেন। এ সময় দ্রুতযান ট্রেনে থাকা কয়েকজন মহিলা যাত্রি সন্তান প্রসবে সার্বিক সহযোগিতা করেন। প্রসূতি মহিলা ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। ওই মহিলার আগের দু’টি মেয়ে সন্তান রয়েছে। এবারে তিনি ছেলে সন্তান জন্ম দিয়েছেন।
আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রি ও ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্স শামিমা জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছার পর ওই মহিলার প্রসব ব্যথা উঠলে ট্রেনে থাকা ২/৩ জন মহিলা যাত্রির সহায়তায় ওই মহিলা সন্তান প্রসব করেন। একজন নার্স হিসেবে ওই মহিলার সন্তান প্রসবে শামিমা সবচেয়ে বেশী সহযোগিতা করেছেন। তবে ট্রেন কর্তৃপক্ষ ও ট্রেনের অন্যান্য মহিলা যাত্রিরাও প্রসূতির সন্তান প্রসবে সহযোগিতা করেছেন। বর্তমানে সন্তানসহ প্রসূতি মহিলা সুস্থ আছেন বলে জানিয়েছেন দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রি ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্স শামিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *