চিরিরবন্দরে ঘোড়া দিয়ে হালচাষ করছেন কৃষক হানিফ

চিরিরবন্দরে ঘোড়া দিয়ে হালচাষ করছেন কৃষক হানিফ

সত্যের খোঁজে আমরা

দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী

যান্ত্রিকতার যুগে যখন গরু দিয়ে হালচাষ বিলুপ্তির পথে তখন দিনাজপুরের চিরিরবন্দরে ঘোড়া দিয়ে হালচাষ করে জীবিকা নির্বাহ করছেন আব্দুল হানিফ নামে এক কৃষক। শুধু জীবিকা নির্বাহ নয়, ঘোড়া দিয়ে নিয়মিত হালচাষ করায় স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছেন ওই কৃষক।

উৎসুক মানুষ বলছেন, দীর্ঘকাল ধরে রণক্ষেত্রের পাশাপাশি মালপত্র বহন ও মানুষের বাহনে ঘোড়া ব্যবহৃত হয়ে এলেও কালের পরিক্রমায় তা বিলুপ্তির পথে। কিন্তু ঘোড়া দিয়ে জমি চাষ বিরল ঘটনা। হানিফ উপজেলার ফতেহপুর ইউনিয়নের উত্তর পলাশবাড়ী গ্রামের বাসিন্দা। সোমবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ঘোড়া দিয়ে হালচাষ করছেন কৃষক হানিফ। ওই হালচাষ দেখতে প্রতিদিন অসংখ্য উৎসুক জনতা ভিড় জমায়।

কৃষক আব্দুল হানিফ জানান, বাজারে গরুর চেয়ে ঘোড়ার দাম অনেক কম। তাই তিনি ৪৫ হাজার টাকায় বেশ কিছু দিন আগে নতুন দুটি ছোট সাইজের ঘোড়া কিনেছিলেন। ঘোড়া দুটি দিয়ে প্রতিদিন ৭৫ শতাংশ করে জমি চাষ করছেন। নিজের জমির পাশাপাশি ৩ বছর ধরে টাকার বিনিময়ে অন্যের জমিতেও হালচাষ করছেন তিনি। ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার জানান, হানিফ একজন পরিশ্রমী মানুষ। এলাকার চাষিদের কাছে হানিফের ঘোড়ার হাল ও মইয়ের বেশ চাহিদা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *