সত্যের খোঁজে আমরা
আজ(৬ ডিসেম্বর,বুধবার) ব্যারিস্টার শাহজাহান ওমর সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন চেম্বারে এসে বসে।তার সাথে ছিল ১০/১২ জন পুলিশ। আমার চেম্বারঃ রুম নং-১২৫,তারটা রুম নং-১২৬। বিএনপি’র কেউ দেখা সাক্ষাৎ করতে যায়নি।আওয়ামী লীগের আইনজীবীরা ২/১ জন দেখা করতে এসেছে।
স্ত্রী ও ছেলেমেয়েসহ নিজের নামে প্রচুর সম্পদ করেই তার এই পরিণতি হয়েছে।দুর্নীতির মামলায় স্ত্রী ও ছেলেসহ তিন জনের সাজা হয়েছে।আগে ঐ দুজনকে manage করার পর সর্বশেষ তাকে সরকারি দলে যোগদান করাতে সক্ষম হয়েছে দলীয় এবং সরকারি কারিগররা।
এই পোস্টের প্রথম প্যারা লেখা শেষ করতেই শুরু হল হৈচৈ।দৌড়ে বেরুলাম।বিএনপি’র ১০/১২ জন আইনজীবী ‘বীর উত্তম’ (এখন সবাই বলছে ‘বীর অধম’) শাহজাহান ওমরকে ধাওয়া করল।’চোর-চোর’,’দালাল-দালাল’,’দালালি আর করিস না-পিঠের চামড়া থাকবে না’ বলে শ্লোগান দিতে থাকল।মাত্র ৫-৬ মিনিটের মধ্যেই শাহজাহান ওমর পুলিশি পাহারায় সটকে পড়।যারা এতদিন তাকে ‘ওস্তাদ’ বলে সম্বোধন করেছে,তাদের কাছে এ রকম অপমান-অপদস্থ হওয়ার চেয়ে কি মরে যাওয়া ভালো নয় ?
(Adv Humayun Kabir Bulbul এর পোস্ট থেকে)