সত্যের খোঁজে আমরা
এক ব্যক্তি আগুনের মধ্যে একটি সাপকে পুড়তে দেখে উদ্ধার করার সিদ্ধান্ত নেন। কিন্তু ধরতে না ধরতেই সাপটি তাকে কামড়ায় এবং ব্যক্তিটি তৎক্ষণাৎ সাপটিকে ফেলে দেন। ফলে সাপটি আবারো আগুনে পুড়তে থাকে।
এসময় ব্যক্তিটি একটি ধাতব লাঠি খুঁজে পান এবং সাপটিকে বাঁচাতে লাঠিটা ব্যবহার করেন।
আরেকজন ব্যক্তি আড়ালে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিলেন। তিনি লোকটির কাছে এসে জিজ্ঞেস করলেন, ‘এই সাপটি আপনাকে কামড়ালো! তারপরও কেন তাকে বাঁচানোর চেষ্টা করলেন?’
লোকটি জবাবে বললেন, “সাপের স্বভাব কামড়ানো, তাতে আমার স্বভাব পরিবর্তন হবে না। আর আমার স্বভাব হচ্ছে সাহায্য করা”।
কারো আঘাতের কারণে আপনার স্বভাব পরিবর্তন করবেন না। আপনার মনের পবিত্রতাকে হারাবেন না। সাবধানতার সাথে কাজ করতে শিখুন। আমাদের চার পাশে সাপের মতো একদল মানুষ আছে যারা আপনাকে সুযোগ পেলেই কামড়াতে (ক্ষতি করার) চেষ্টা করবে। তার জন্য আপনি আপনার স্বভাব পরিবর্তন করে তার ক্ষতি করতে যাবেন না।
মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন।