বেলকুচিতে জামায়াতের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোট বর্জনের আহবান

বেলকুচিতে জামায়াতের ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণকালে ভোট বর্জনের আহবান

সত্যের খোঁজে আমরা

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রহসনের নির্বাচন বর্জন,ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ জনমত গড়ে তোলার লক্ষ্যে,কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে,বেলকুচি
উপজেলা’র পক্ষে থেকে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময়,ধুকুরিয়াবেড়া ইউনিয়ন জামায়াতের উদ্যােগে আয়োজিত ধুকুরিয়াবেড়া বাজার,সাতলাঠি,খামার উল্লাপাড়া ও সগুনা বাজারে কয়েকটি পথ সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার,সকালে এ সকল পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ করেন;বাংলাদেশ জামায়াতে
ইসলামী,বেলকুচি উপজেলা সেক্রেটারি জননেতা আরিফুল ইসলাম সোহেল। উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমীর ছানাউল হোসাইনের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীতে এ সময়,অন্যান্যো’র মাঝে আরো উপস্থিত ছিলেন,বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি,শ্রমিক নেতা জানদার হোসেন,
জামায়াত নেতা নবী আলী খাঁন,আলম মাস্টার,
আজিজুল ইসলাম,ছাত্রনেতা আরশাদ আলী,
আরিয়ান ইসমাইল ও সাবেক ছাত্রনেতা, ইন্জি,
শাহাদাজ্জামান সবুজ মিয়াজী ও জাহিদ হাসাম প্রমূখ।

জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল,
দেশের স্বাধীনতা,স্বার্বভৌমত্ব রক্ষা,ভোট ও ভাতের অধিকার আদায় এবং গণতন্ত্র পূণরুদ্ধারে একতরফা প্রহসনের নির্বাচন বয়কট ও ৭,জানুয়ারী’র ভোট বর্জন করার উদাত্ত আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *