মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা
এবং
পবিত্র ঈদ-উল ফিতর’২২ উপলক্ষে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক সভা
অদ্য ২৪ এপ্রিল ২০২২ খ্রিঃ ১১.৩০ ঘটিকার সময় রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০২২ সালের মার্চ মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ জুম কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় অত্র রেঞ্জের গত মার্চ/২০২২ মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়। এছাড়াও সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে মার্চ/২০২২ মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে মার্চ/২০২২ মাসে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেল এর সহকারি পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই আশীষ কুমার শীল, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে একই জেলার পীরগঞ্জ থানার এসআই শিপু কুমার দাস, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ঠাকুরগাঁও সদর থানার এএসআই মোঃ আফছার আলী, শ্রেষ্ঠ এএসআই হিসেবে রংপুর জেলার পীরগঞ্জ থানার এএসআই নারায়ন চন্দ্র বর্মণ, শ্রেষ্ঠ থানা হিসেবে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আবু হাসান কবির, পিপিএম-সেবা, শ্রেষ্ঠ জেলা হিসেবে দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার নির্বাচিত হন। এছাড়াও ক্লুলেস খুনসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখা, কুড়িগ্রাম এর পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ কফিল উদ্দিন, কোর্টে সাক্ষী হাজির নিশ্চিতকরণের জন্য গাইবান্ধা জেলার কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ তোফায়েল হোসেন ও লালমনিরহাট জেলার কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ১০০% হেলমেট পরিধান নিশ্চিতকরণ অভিযান পরিচালনার জন্য গাইবান্ধা জেলার ট্রাফিক পুলিশ পরিদর্শক জনাব মোঃ নূর আলম সিদ্দিক ও দিনাজপুর জেলার ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) জনাব এ. টি. এম তৌহিদুল ইসলাম বিশেষ পুরুষ্কারে পুরুষ্কৃত হন।
এছাড়াও পবিত্র ঈদ-উল ফিতর’২২ নির্বিঘেœ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। উক্ত সভায় পবিত্র ঈদ-পূর্ব, ঈদের দিন এবং ঈদোত্তর সর্বসাধারণের নির্বিঘেœ ঘরে ফেরাসহ অন্যান্য প্রাসঙ্গিক আইন-শৃঙ্খলা বিষয়ে সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও উক্ত সভায় নির্বিঘেœ ও নিরাপদে উৎসবমূখর পরিবেশে ঈদের জামায়াত অনুষ্ঠান নিশ্চিতকরণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।
রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন) জনাব মোঃ ওয়ালিদ হোসেন, পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) জনাব মোঃ আব্দুল লতিফ, পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এ্যানালাইসিস), জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-বার, পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) জনাব খন্দকার খালিদ বিন নূর সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) জনাব মুঃ মাসুদ রানা, রংপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, অত্র রেঞ্জ দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিসিপ্লিন অ্যান্ড প্রসিকিউশন) জনাব মোঃ শরিফুুল আলম, সহকারি পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব এ, বি, এম জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) জনাব মোঃ শামীম হোসেন।
সভা অনুষ্ঠানকালে ভিডিও কনফারেন্সিং-এ সরাসরি যুক্ত ছিলেন অত্র রেঞ্জের কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা, দিনাজপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, লালমনিরহাটের পুলিশ সুপার জনাব আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম, নীলফামারীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পঞ্চগড়ের পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইউসুফ আলী, বিপিএম-সেবা, গাইবান্ধার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম মহোদয়গণ।