খুলনা * কবিতা- নববর্ষকবি খাদিজা পারভীনহে নববর্ষ !

খুলনা * কবিতা- নববর্ষকবি খাদিজা পারভীনহে নববর্ষ !

খাদিজা পারভীন, জেলা প্রতিনিধি


পুরা একটি বছর পরে
তুমি এসেছ মোদের দ্বারে।
মোরা বরে নেব তোমায়
পুষ্প মাল্য দিয়ে
একই সুরে গান গেয়ে।
সাদর শুভেচ্ছা
আমার মত আছেন যারা ক্ষুদে কবি
আরও উপরে মহাকবি।
সবার পক্ষ থেকে তোমাকে জানাই
প্রাণ ঢালা অভিনন্দন
প্রাণে সুখের স্পন্দন।
দিব তোমায় হাজারও উপহার
শিল্পীর গান, গাঁদা ফুলের মালা
ঝিলের জলে ফুটন্ত তাজা শাপলা।
ঘাস ফড়িংয়ের টিপির টিপির শব্দ
ভোরের শিশির সোনালী ধানের
স্বাগতম মিষ্টি সকালের।
অতীতের দুঃখ- কষ্ট পীছে রেখে
হাসি খুশিতে ভরে তুলি তোমায়
নগরে বন্দরে পুষ্প মেলায়।
তুমি এসো চিরদিন
মোদের মাঝেতে অতিথি হয়ে
সাজাবো ঝাড় বাতি দিয়ে।
ধুয়ে মুছে দাও অতীতের গ্লানি
ভুলিয়ে দাও পুরাতনকে
হাজির কর নতুনকে।
তুমিতো নতুন পথের দিশারী
যুগ যুগ বর্ষ,
হে নববর্ষ!
হে নববর্ষ! এমনি ভাবে মোদের মাঝে
তুমি ফিরে এসো হাজার বার
আর কিছু নেই চাওয়ার ।
অশান্ত মনটিকে ভরে দিও
আনন্দের জোয়ারে।
এসে বছরে বছরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *