খাদিজা পারভীন, জেলা প্রতিনিধি
খুলনাঃ ডুমুরিয়া
উপজেলায় গজেন্দ্র পুর গ্রামের ৮ নং ওয়ার্ডে মাজিদিয়া বয়স্ক মহিলা নূরানী মাদ্রাসার উদ্যোগে গরীব,দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।আজ শুক্রবার সকালে মাদ্রাসা চত্বরে প্রতিষ্ঠানের পরিচালিকা বাবিলা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম পি ‘ র পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রীর পুত্র বধু সুলগ্না বসু। সাবেক ছাত্র লীগ নেতা শেখ মুজিবুর রহমানের উপস্থাপনায় প্রধান অতিথির পরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক, আওয়ামী লীগ নেতা বিষ্ণু প্রসাদ মল্লিক, সাবেক জেলা পরিষদ সদস্য শোভা রানী হালদার, সাহস ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি শেখ এয়াকুব আলী। সাহস ইউনিয়ন আওয়ামীলীগ কোষা দক্ষ আল হাজ্ব শেখ গোলাম মওলা,ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সদস্য শিক্ষিকা মনিষা মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা যুব লীগ সম্পাদিকা শিউলি রানী সাহা,আওয়ামী লীগ নেতা গাজী মতিয়ার রহমান,জাহানারা বেগম,সাধারণ সম্পাদক খাজা আব্দুল মজিদ, যুব লীগ খান জাহান আলী,আছাবুর রহমান,মতলেব গাজী,প্রমুখ।সভাপতি তার বক্তব্যে বলেন,ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা নওয়া পাড়ার পীর সাহেব আল হাজ্ব মওলানা খাজা রফিকুজ্জামান শাহ্ ফ্রি ভর্তি সহ বই ও পোশাক বিতরণ করে থাকেন।