বিলকিছ আক্তার রুবি স্টাফ রিপোর্টার্স।
গাজীপুর চান্দনা চৌরাস্তা কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ” প্রধান অতিথি ছিলেন এ্যাড” আজমত উল্লা খান’ সভাপতি ” গাজীপুর মহানগর আওয়ামী লীগ
ও চেয়ারম্যান ” গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গাউক।
সভাপতি ” মোঃ আব্দুস সোবহান ” সভাপতি গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ।সঞ্চালনায় ‘মোঃ শাজাহান খন্দকার সাধারণ সম্পাদক গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ। আবুল হোসেন ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি । বাসন থানা মৎস্য জীবী লীগের সভাপতি মোঃ সুলতান মন্ডল. বাসন থানা মৎস্য জীবী লীগের সহ সভাপতি মোঃ দেলোয়ার হোসেন। সহ সভাপতি। মোঃ উসমান গনী।মৎস্য জীবী লীগের সহ সভাপতি ইয়াসির আরাফাত উজ্জ্বল। বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাসেম । বাসন থানা আওয়ামী লীগের সদস্য বিকাশ সরকার । ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর । আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক । বীর মুক্তিযোদ্ধা বাসন থান আওয়ামী লীগের সভাপতি। আলহাজ্ব মোঃ আব্দুল বারি। বাসন মেট্রো থানা প্রেসক্লাবে সভাপতি এম এ কাজল খান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরি সাবেক কৃষি ও সমবায়ক সম্পাদক গাজীপুর মহানগর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে সাবেক ভিপি আফজাল হোসেন রিপন সরকার। গাজীপুর মহানগর এর যুগ্ম সাধারণ সম্পাদক ও গাজীপুর জেলার প্যালেন চেয়ারম্যান এম এ মোকসেদ আলম এ সময় উপস্থিত ছিলেন কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ বাসন থানা ‘ ও আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। আয়োজনে গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপ হক মার্কেট চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার বাসন গাজীপুর মহানগর।