দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরে চলছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন।
শনিবার (২৮ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন।
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল একই সময় তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।