রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে গোপালপুর গ্রামে ৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের দায়ে অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
রোববার (২৮ জানুয়ারি) দুপুরে এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে এসে ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা ।
এ সময় ভুক্তভোগী মাদ্রসাছাত্রীর ক্লাসমেট ও আশপাশের গ্রামের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
এবিষয়ে এনায়েতপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানা যায়, মামলা সূত্রে জানা যায়, শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর মসজিদ রোড় এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে একই গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে হানজালা পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা দিতে স্থানীয় চিকিৎসক সেফালীকে নিয়ে আসেন হানজালার পরিবারের লোকজন। অবস্থা গুরুতর দেখে হানজালার চাচা শাহজাহান ও লুৎফর রহমান লতু ভুক্তভোগী শিশুর বাড়িতে খবর দেন।
পরে ওই শিশুকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় শনিবার রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ধর্ষক হানজালাসহ ৫ জনকে আসামি করে এনায়েতপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর হানজালা ও তার বাবা ইব্রাহিম, চাচা লুৎফর রহমান লতু এবং প্রতিবেশী রনজিদা খাতুনকে গ্রেপ্তার করে রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ধর্ষণের ঘটনায় মামলা করার পরই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।