রাজধানীতে ৩ শিশু উদ্ধার, আটক ১

রাজধানীতে ৩ শিশু উদ্ধার, আটক ১


এম এ মান্নানঃ
রাজধানীর গুলিস্তানে সার্জেন আহাদ পুলিশ বক্সের সামনে থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ । এক রিকশা চালকের কাছ থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
আজ (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এএসআই শাহ আলম অন্যান্য কনস্টেবল সঙ্গে ডিউটি করছিলেন। এ সময় তারা ফাহিম (৭) পিতা রাজু মাতা ফাতেমা বেগম, হোসাইন (৫) পিতা মানিক মাতা আজিনা বেগম এবং বাইজিদ (৪) পিতা রঞ্জু মাতা সুফিয়া বেগম এই তিন জনকে উদ্ধার করে।
এই ঘটনায় আটক করা হয় ওসমান নামে রিক্সা চালককে। রিকশা চালককে আটক অবস্থায় অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। তথ্যসূত্রে জানা যায়, ওসমানের পিতা সিরাজ মিয়া ও মাতা মনোয়ারা বেগম, গ্রাম দুর্গাপুর, থানা দুর্গাপুর, জেলা নেত্রকোনা। এক প্রশ্নের উত্তরে ওসমান জানায়, সে এখন বাসাবো এলাকার মান্দা আরমানের রিকশা গ্যারেজ থেকে এসেছে এবং গত ৭ মাস ধরে সে সেখানে চালক হিসেবে কাজ করছে।
ছোট ফাহিমের বক্তব্য অনুযায়ী, সকালে বাবা-মা তাদের বাড়িতে রেখে এলাকার বিভিন্ন জায়গায় কাজে বের হলে তারা বাইরে যাওয়ার সুযোগ পেয়ে দুপুরে গুলিস্তানে আসার জন্য রিকশা ভাড়া করে।
এএসআই শাহ আলম বলেন, শিশুদের জবানবন্দি অনুযায়ী তারা মতিঝিল এলাকার বাসিন্দা। দারিদ্রার আঘাত তাদের মুখে এবং পোশাকে রয়েছে। তাদের পরিবার মতিঝিল এলাকার বিভিন্ন স্থানে বসবাস করে। তারা তাদের বাবা-মায়ের সঠিক ঠিকানা জানে না। তাদেরকে মতিঝিল থানায় পৌঁছে দেওয়া হয়েছে।
ওসমানকে আন্ডারটেকিংয়ে মুক্তি দেওয়া হয়েছে এবং শিশুদের তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। তাদের বাবা মা ইতোমধ্যেই হারিয়ে যাওয়া সন্তানদের পেতে মতিঝিল থানায় ছুটে এসেছে।
শুধু তাই নয়, এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৬৮৬) করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই দেলোয়ার হোসেন। তিনি আরও বলেন, “আমরা যদি শিশুদের খুঁজে বের করতে না পারতাম, তবে এটি একটি দুঃখজনক ঘটনা হতে পারতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *