হাবিবুল্লাহ, মাতা: মরহুম, স্ত্রী: ফারহানা বনফুল কোম্পানিতে ডিএসআর(DSR) হিসেবে চাকুরি করতেন। সে ছোট বেলায় মাকে হারালে বাবা দ্বিতীয় বিবাহ করেন, পরবর্তীতে দত্তক সন্তান হিসেবে মাহাবুব মাস্টার(সাবেক প্রাইমারি প্রধান শিক্ষক) এর কাছে লালিতপালিত হন। নিজের কোন জায়গাজমি না থাকায় পরিবার নিয়ে শশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন এবং তার সংসারে স্ত্রী ও একটি ছেলে রয়েছে কিন্তু গত ২৪.০১.২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০মিনিটে মালেক মুন্সীর বাজারের নিকটস্থ গোলাম মোস্তফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে সাইকেলে চালিয়ে যাওয়ার পথে একটি বালুবাহি ট্র্যাক বেপরোয়া গতিতে সাইকেলের পিছনে আঘাত করলে গুরুতর আহত হয় এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে চট্রগ্রাম মেডিকেল কলেজের মূল ভবনের ২৮ নং কক্ষে ভর্তি আছেন। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার চালানোর জন্য তার পরিবারের সামর্থ্য নাই এবং শ্বশুরও একজন অটোরিকশা চালক। গত ২৪ তারিখ থেকে এখন পর্যন্ত চিকিৎসার জন্য প্রায় ৪০হাজার টাকা খরচ হয়েছে কিন্তু জরুরি ভিত্তিতে মেরুদন্ডের মেজর অপারেশন করা প্রয়োজন। অপারেশন না করলে প্যারালাইজড বা দাড়াতে অক্ষম হয়ে পড়বেন যদিও বর্তমানে দাড়াতে বা হাঁটতে পারেন না। পরিবারের আবেদন বা চাহিদা অনুযায়ী মেজর অপারেশন সহ অন্যান্য খরচ চালাতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন।অসহায় পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব না। তাই সকলের কাছে তিনি আমার মাধ্যমে সাহায্যের আবেদন করেছেন।