বেলকুচিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত।

বেলকুচিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত।

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি : ” নারী সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” আমরা নারী আমরাও পারি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করলেও যাচাই বাছাই শেষে ফাইনাল রাউন্ডে নারী পুরুষ সমঅধিকার নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সোহাগপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় বনাম সোহাগপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা।
মানব সমাজে “পূরুষ অধিকার অগ্রাধিকার” নিয়ে বিতর্ক করে মেধা ও সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রথম স্থান অর্জন করে সোহাগপুর সরকারি এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান প্যানেল ১ রত্না হান্নান, বেলকুচি থানা ওসি তদন্ত আব্দুল বারিক, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, ৫ নং বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল, নির্বাচন অফিসার রায়হান কুদ্দুস, পশু কর্মকর্তা রায়হান নবী, মৎস্য কর্মকর্তা শামীম রেজা, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *