ভোলার দৌলতখানে কিশোরীকে উক্তক্ত করার ঘটনায় নিহত ১ আহত ৫

ভোলার দৌলতখানে কিশোরীকে উক্তক্ত করার ঘটনায় নিহত ১ আহত ৫


এম এ মান্নান।।
ভোলা দৌলতখানে কিশোরীকে উক্তক্ত করার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আসিফ (২০) নামের এক কলেজ পড়ুয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকায় নুরু মিয়ার ঝালমুড়ির দোকানের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আসিফ ওই ওয়ার্ডের মো. বাবুল মিয়ার ছেলে। এই ঘটনায় দুলাল, বাবু, রাসেল, মিরাজ ও হান্নানসহ ৫ আহত হয়েছে বলে স্থানীয় এবং হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণে জানাযায়, স্থানীয় সুবর্ণা আক্তার (১৭) বাড়ির পাশে ওই দোকানে ফুচকা কিনার জন্য আসে। এ সময় আসিফ তার সমবয়সী কয়েকজন ঐ দোকানে ঝালমুড়ি খাচ্ছিল। তাকে নিয়ে ছেলেরা আপত্তিকর মন্তব্য করেছে, বাড়িতে গিয়ে এমন অভিযোগ করে সুবর্ণা। পরে সুবর্ণার ভাই কবিরসহ বেশ কয়েকজন আসিফ ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। কবির ধারাল চাপাতি দিয়ে আসিফকে আঘাত করে। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন এবং আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্যরঞ্জন খাসকেল বলেন, “অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, রিপন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) আসিফের বাবা মো: বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আসামী কবির সহ (২৭) এজাহার ভুক্ত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে থানা হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ সহ তদন্ত চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *