পুলিশের ধাওয়া করা ট্রাকের ধাক্কায় অটোরিকশায় বিস্ফোরণ, পুড়ে অঙ্গার চালক

পুলিশের ধাওয়া করা ট্রাকের ধাক্কায় অটোরিকশায় বিস্ফোরণ, পুড়ে অঙ্গার চালক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুলিশের তাড়া খেয়ে একটি ডাম্পার ট্রাক পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। তাতেই অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হয়েছেন ওই অটোরিকশার চালক মো. আবদুস সবুর। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায়। ইছামতি আলীনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে তিনি। সোমবার (২৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘ ওই ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশাটি ছিল। পেছন থেকে পুলিশের একটি গাড়ি ধাওয়া করছিল ট্রাকটিকে। তখন দ্রুত পালাতে গিয়ে সামনের অটোরিকশাতে ধাক্কা লাগে। তখনই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই অটোরিকশার ভেতরে থাকা চালক পুড়ে অঙ্গার হয়ে গেছেন।এদিকে ঘটনাস্থলে হাইওয়ে থানা পুলিশের উপস্থিতির কথা শোনা গেলেও হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান বলছেন, ‘হাইওয়ে পুলিশের কোনো টিম সেখানে ছিল না।’ওসি বলেন, ‘হাইওয়ে পুলিশের কোনো লোক ওখানে যায়নি। আমরা যতটুকু জেনেছি, জেলা পুলিশের সার্জেন্ট সবুজের নেতৃত্বে বেলা দেড়টা থেকে সেখানে চেকপোস্ট বসানো হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *