আশ্বাস নিয়েই বেচেঁ আছে এই ভাঙ্গা রাস্তায় চলাচল করা মানুগুলো, ভোগান্তিতে পড়তে হয় বর্ষা এলেই

আশ্বাস নিয়েই বেচেঁ আছে এই ভাঙ্গা রাস্তায় চলাচল করা মানুগুলো, ভোগান্তিতে পড়তে হয় বর্ষা এলেই

খাগড়াছড়ি প্রতিনিধি :

মাটিরাঙ্গা পৌরসভাধীন ৩নং ওয়ার্ড দক্ষিণ হাতিয়া পাড়ার এলাকায় একটি কাঁচা রাস্তার কথা। দ্বি’মুখী এই রাস্তাটির দূরত্ব প্রায় ৬০০’মিটার এবং ১০’ফিট চওড়া।

মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড কাজীপাড়া
হাজী মালেক ড্রাইভার এর দোকানের সামনে করে ডানে হয়ে পিচ রাস্তায় গেলে সামনে একটি ব্রিজ পরবে সে ব্রিজ পার হয়ে একটু সামনে ডানে এই রাস্তাটি চোখে পরবে।

মৃত আব্দুল বারেক এর টিলা দিয়ে রাস্তাটি গিয়ে বের হয়েছে মৃত মকবুল হোসের এর বাড়ির পাশে দক্ষিণ হাতিয়া পাড়া জামে মসজিদ এর সামনে দিয়ে।

১৫ বছর ধরে আশ্বাস দিয়ে সান্ত্বনা করা হচ্ছে এই রাস্তায় চলাচল করা মানুগুলোকে।
পৌর নির্বাচন এলে রাস্তাটির কাজ ধরবেন বলে ঘোষণা দেন,
মেয়র প্রার্থী, কাউন্সিল এবং মহিলা কাউন্সিলর প্রার্থীরা।
আর উপজেলা নির্বাচন এলে ঘোষনা দেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।

জাতীয় নির্বাচন এলে ঘোষনা দেন এমপি সমর্থক’রা।
এদিকে নির্বাচনের পর আর কারো নজরে পরে না এই রাস্তাটি।

এই পাড়ায় বসবাস করা মানুষদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি যোগাযোগের মাধ্যমে এই রাস্তাটি, বর্ষা মৌসুমে কোন মতেই চলাচল করা যায় না এই রাস্তা দিয়ে,

ফলে মানুষ ঘুরে উল্টো পথে আরো এক কিঃ মিঃ রাস্তা পার হয়ে মাটিরাঙ্গা বাজারে আসা যাওয়া করে। কিন্তু অনেকেই এখন এই রাস্তাটির ইট সলিং এর আশা ছেড়েই দিয়েছেন।
ভুলে গিয়েছেন সবার দেওয়া আশ্বাস গুলো।
আদো কি উন্নয়নের ছোঁয়া পরবে এই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *