দিনাজপুর প্রতিনিধি
মোঃওয়াজ কুরনী
দিনাজপুরের হিলিতে অবৈধ কারখানা গড়ে তুলে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে দুটি কারখানার মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি কারখানা সিলগালা করা হয়।
উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিনসহ থানা পুলিশ।
উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, একটি লাইসেন্স দিয়ে দুটি কারখানা পরিচালনার পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি অভিযোগে রিমা লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় আকাশ লাচ্ছা সেমাই কারখানা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়।