পিতার হাতে মাদকাসক্ত পুত্র খুন!

পিতার হাতে মাদকাসক্ত পুত্র খুন!

আজগর পাঠান ঃ হাউ-মাউ করে কাঁদতে কাঁদতে বলতে থাকেন,বাবা তোমারে আমি মারতে চাই নাই!২৫ বছর বয়সের অতি আদরের সন্তান কাউসার বাগমারকে মাদকের জন্য অতিষ্ট হয়ে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করার পর বাবা নামের ওই মানুষটির এমন আকুতি!

গাজীপুরের কালীগঞ্জের জামালপুর এলাকায় মাদকাসক্ত ছেলে কাউসারের অত্যাচার থেকে মুক্তি পেতে বাবার পাশের রুমে ঘুমিয়ে থাকা ছেলেকে কুঠার দিয়ে কোপাতে থাকেন। কুঠারের আঘাতে ছেলে বলতে থাকে বাবা তুমি আমারে আর মাইরো না,আর কোপ দিওনা, আমি আর নেশার টাকা চাইমু না তোমগোর কাছে!কিন্তু ততক্ষণে সবশেষ মৃত্যুর কোলে ঢলে পড়ে নেশাগ্রস্ত কাউছার।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে, হত্যাকারী পিতা-আব্দুর রশিদ আত্মসমর্পণ করেন এবং বলেন তার ফাঁসি হলেও কোন আফসোস নেই কিন্তু সরকারের কাছে দাবি যেন এই মরণ নেশা মাদক বন্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *