দিনাজপুর প্রতিনিধি
মোঃ ওয়াজ কুরনী
দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে দ্বিগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রকার ভেদে ৬০ টাকা কেজি দরের কাঁচা মরিচ খুচরা বিক্রি হচ্ছে ১২০ কেজি দরে। লাগামহীন মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা।
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত দুই সপ্তাহ আগে যে কাঁচা মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে ৬০ টাকা কেজি, বর্তমান তা বৃদ্ধি পেয়ে খুচরা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।
জানা যায়, চলতি তাপদাহে মরিচ ক্ষেত নষ্ট হয়ে গেছে। মরিচের ফুল তীব্র তাপে পুড়ে গেছে। যার কারণে কাঁচা মরিচের উৎপাদন কমে গেছে। এই জন্য বাড়তে শুরু করেছে মরিচের দাম। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা।
হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, এক মাস আগে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আবার গত ১৫ দিন আগেও ৬০ টাকা কেজিতে কেনা হয়েছিলো। আজ সেই কাঁচা মরিচ ১২০ টাকা কেজিতে কিনলাম।
কৃষক আশরাফুল ইসলাম বলেন, আমি ১০ কাঠা জমিতে সারা বছর কাঁচা মরিচের চাষ করে থাকি। এবার মরিচের ফলন অনেক ভাল হয়েছিলো। তবে তীব্র গরমের কারণে কিছুদিন আগে ক্ষেতে মরিচের গাছ এবং ফুল পুড়ে নষ্ট হয়ে গেছে। জমিতে তেমন মরিচ নেই। তবে যেটুকু ক্ষেতে কাঁচা মরিচ আছে তার দাম অনেক ভাল পাচ্ছি।
হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী রুবেল হোসেন বলেন, গত দুই সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। অতি গরমে জমিতেই কৃষকের মরিচ নষ্ট হয়ে যাচ্ছে। বাজারে আমদানি কম হচ্ছে। তাই বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমান ১০০ টাকা কেজি পাইকারি হিসেবে বিক্রি করছি