আসসালামু আলাইকুম প্রিয় ভোলা সদর উপজেলাবাসী,

আসসালামু আলাইকুম প্রিয় ভোলা সদর উপজেলাবাসী,


আন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আপনার মূল্যবান ভোটে ছালেহা আক্তার চৌধুরী কে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়যুক্ত করার জন্য। সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য। কৃতজ্ঞতা জানাই ভোলা জেলার অভিভাবক জননেতা তোফায়েল আহমেদ কাকাকে যিনি একটি সুষ্ঠ সুন্দর ভোটের মাধ্যমে ভোলা সদর উপজেলা বাসীকে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ করে দিয়েছেন।
প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ভোলা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান Mohammad Younus কাকাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হওয়ায়। আপনি প্রমাণ করেছেন জনতাই শক্তি, সততাই ভিত্তি। একই সাথে অভিনন্দন জানাই নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান Ali Newaz পলাশ ভাইকে।
জটিল এবং দীর্ঘ এই ভোটযুদ্ধে আমাদেরকে সার্বিক দিকনির্দেশনা দিয়ে যিনি বিজয় ছিনিয়ে এনেছেন আমার ভাই আমাদের চৌধুরী পরিবারের গর্ব ভোলা শহরের প্রিয় মুখ ক্রিয়া সংগঠক Rajib Chowdhury।
আমাদের এই ইলেকশন ক্যাম্পেইনের সকল ইউনিয়ন ও পৌরসভা সমন্বয়ক এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও মেধায় আজ এই বিজয় অর্জিত হয়েছে, আমি আমার পরিবার আপনাদের কাছে চিরকাল ঋনী হয়ে রইব।
বিশেষ কৃতজ্ঞতা জানাই Mithu Chowdhury Ibrahim Khokon Milon Chowdori Jamal Uddin Chowdhury Picklu Chowdhury Nannu Chowdhury সরদার রিহান Eamin Howladar Shadhin Chowdhury Mahabubur Rahman Siam Rayhan Talukdar Md Sohag Sordar Riaz Uddin Razu Kamrul Hasan MA Shohug Saddam Khan, Md Riaz Uddin Md Pavel, Shafiq Khan AnikMd Onik Ahamed, মাসুদ কাকু, ডাক্তার মিজান ভাই, কাশেম কাকা, কবির ভাই, হিরন বাঘা, শহিদ তালুকদার কাকা, কামাল ভাই, হাদিস মামুন, Nawaz Shorif, মহিউদ্দিন ডাক্তার, হাবু ভাই, সুজন তহশিলদার, আলাউদ্দিন মাঝি, গিয়াসউদ্দিন মাঝি, তাজল স্যার, বাপ্পি, রাব্বি, ফিরোজ সহ আমাদের সকল সাহসী কর্মীদেরকে।
এই নির্বাচনে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, বিরোধিতা করেছেন, যারা ভোট দিয়েছেন বা দেন নাই সকলের প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আম্মার সামনের দিনগুলোতে সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *